রংপুর মডেল কলেজে ১৪ ডিসেম্বর’২০২১ শহিদ বুদ্ধিজীবী দিবস সরকারি বিধি মোতাবেক যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। সকাল ১০টায় কলেজ হলরুমে অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুর রহমান শিমুল এর সঞ্চালনায় ও কলেজ অধ্যক্ষ মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন- উচ্চমাধ্যমিকএকাদশ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মাসুদা পারভীন মলি, মোছাঃ আরজিনা আক্তার, মোঃ শাহরিয়ার আহম্মেদ শিশির, মোঃ আবদুর রহমান শান্ত, মোঃ ইমরান হোসেন, মোঃ সাজিদ মিয়া, মোছাঃ শিমলা আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোছাঃ মনিরা আকতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আতিকা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এ.কে.এম জিকরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অত্র কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়।