পঞ্চগড়ের বোদায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচর্নে প্রার্থীতা বাতিল হওয়ার পরও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর উপর। ঘটনাটি ঘটেছে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে। ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আনিছুর রহমান গত ২৫ নভেম্বর তার মনোয়নয় পত্র দাখিল করেন। গত ২৯ নভেম্বর প্রার্থীর কাগজপত্র যাচাই-বাছাই কালে ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থীতা বাতিল করেন রিটারনিং অফিসার। গত ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দের দিন তার প্রার্থীতা বাতিল হওয়ার নির্বাচনে দাড়ানোর তালিকায় তার নাম নেই। অথচ গত ১২ ডিসেম্বর সরজমিনে দেখা গেছে বাতিল ঐ প্রার্থীর নির্বাচনী পোষ্টার ও নির্বাচনী অফিস। এ ব্যাপারে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আনিছুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার প্রার্থীতা বাতিল হওয়ার পর উচ্চ আদালতে আপিল করে আমার প্রার্থীতা ফেরত পেয়েছি। তিনি এই সময় তার দাখিল করা উচ্চ আদালতের কপি ও একটি রায়ের কপি সংবাদ সংগ্রহকারী কর্মীকে দেখান। এ বিষয়ে উপজেলা নিবার্চন অফিসার মোঃ শহিদুল ইসলাম সরকার জানান, বেংহারী বনগ্রাম ইউনিয়নে আনিছুর রহমান নামের চেয়ারম্যান প্রার্থীর কোন বৈধ কাগজপত্র নেই। শুনেছি তিনি উচ্চ আদালত রায় নিয়ে এসে এলাকার প্রচার-প্রচারণা চালাচ্ছে। তিনি রিটানিং অফিসার অথবা উপজেলা নির্বাচন অফিসে এখন পর্যন্ত কোন বৈধ্য কাগজপত্র দাখিল করেননি। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।