শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সস্পাদক মনছুর আলী, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
এসময় আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটি জঘন্যতম ঘটনা ঘটেছে তার মধ্যে বুদ্ধিজীবী হত্যা অন্যতম। আর এই হত্যার ঘটনায় পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরাও এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। পাকিস্তানী হানাদার বাহিনী দেশের রাজাকারদের সহায়তায় বাংলাদেশকে মেধাশূন্য করতে আজকের এই দিনে বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশ স্বাধীন হোক এটি তারা চাইনি। ঘাতকদের উদ্দেশ্য ছিল, এদেশের সূর্য সন্তানদের হত্যা করলে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দেশ স্বাধীনের পরও পাকিস্তানী হানাদার বাহিনীর দূসররা, তাদের যে প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গিয়েছিল তারাও অনেক চেষ্টা করেছিল দেশকে পিছিয়ে রাখতে। কিন্তু তারা সফল হতে পারেনি। কারণ আমাদের এখন একজন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেত্রীত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের দিকে। দেশের সকল বাঁধা বিপত্তি, বহির্বিশ্বের সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আজ বিনয় এবং শ্রদ্ধার সাথে জাঁতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। একই সাথে এবারও জাতির প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদের মধ্যে যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে অথবা পলাতক আছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলংকমুক্ত করতে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এসময় বক্তারা বলেন, আমরা এখনো লক্ষ্য করছি, মৌলবাদী প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এ বাংলার মাটিতে এখনো বিরাজমান। যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মতো দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রাণপণ চেষ্টা করছে। সুতরাং যতদিন না এ সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সর্ম্পূণরূপে নিশ্চিহ্ন করা না যায়, ততদিন আমাদের আরো সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর আজ আমরা গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ১৪ ডিসেম্বর যেসকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।