১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছরকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাড়া-মহল্লা ও স্কুল-কলেজ থেকে শুরু করে গ্রামের অলিগলিতে মৌসুমি পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের লাল-সবুজের জাতীয় পতাকা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নাজিরপুর সদর বাজারে তেমনি একজন পতাকা বিক্রেতার দেখা মিলে। জাতীয় পতাকা হাতে নিয়ে ছুটছেন এদিকে থেকে সে দিকে। বাজারের অলিতে গলিতে বিক্রি করছেন পতাকা। লাল-সবুজের এই ফেরিওয়ালার কাছ থেকে অনেকেই পতাকা কিনে নিচ্ছেন। বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। সারাবছর অন্য পেশায় জীবিকা নির্বাহ করলেও ডিসেম্বর মাসে অনেকে পতাকা বিক্রি করে জীবন ধারণ করেন। মূলত এই মাসগুলোতে পতাকা বেশি বিক্রি হয়। মৌসুমী পতাকা বিক্রেতার নাম মোহাম্মদ আ. রশিদ খান। তিনি মাদারিপুর জেলার শিপচর উপজেলা থেকে এসেছেন। জীবিকার তাগিদে তিনি এই ব্যবসা র্দীঘ দিন ধরে চালিয়ে আসছেন। ডিসেম্বর মাস চলে গেলে তিনি আবার অন্য পেশায় নিয়োজিত থাকেন। এ মৌসুমি ব্যবসা ডিসেম্বর মাসের শুরু থেকেই তিনি প্রস্তুতি নেন পতাকা বিক্রির জন্য। ১০ ডিসেম্বর থেকে পতাকার চাহিদা বেড়ে যায়। আর এ সময় পতাকা আ. রশিদের সাথেসাথে অন্যরাও বিক্রি করেন। পতাকা বিক্রি করে দিনে তারা ১৫০০/= (এক হাজার পাচঁ শত) টাকা থেকে ২০০০/= (দুই) হাজার টাকা আয় করেন। তার কাছে রয়েছে লাল সবুজের ফিতা এবং মাথার ব্যান্ড সহ বিভিন্ন মাপের জাতীয় পতাকা।