কিশোরগঞ্জের মহিনন্দের তুরিন সেরা উদ্যোক্তার পুরস্কার পেলো। জেলা প্রশাসন কর্তৃক ১১ তম ডিজিটাল সেন্টার বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনীতে জেলার নারী ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন মহিনন্দ ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের মহিলা উদ্যেক্তা সাবিহা জান্নাত তুরিন। তার পুরস্কার ও সনদ প্রাপ্তিতে মহিনন্দে বইছে আনন্দের হাওয়া। তুরিনকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, সাংগঠনিক সম্পাদক উদ্যোক্তা মোঃ শাহরিয়ার আলম নাহিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। তারা এক বার্তায় বলেন, আমাদের মহিনন্দের কৃতী নারী উদ্যোক্তা শুধু মহিনন্দেই না পুরো জেলার সুনাম বইয়ে এনেছেন। আমরা তার এ পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে ডিজিটাল বাংলাদেশ ই ক্য্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলার নারী ক্যাটাগরিতে সেরা উদ্যেক্তা হিসেবে তাকে এ পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের কাছ থেকে তিনি এ পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, সিভিল সার্জন ইনসিটু উপপরিচালক ডাঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মস্তোফা, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী প্রমুখ।
মহিনন্দ ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের মহিলা উদ্যেক্তা সাবিহা জান্নাত তুরিন পুরস্কার পাওয়ার অনুভ’তি জানিয়ে বলেন, জেলা প্রশাসন কর্তৃক ১১ তম ডিজিটাল সেন্টার বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে জেলার নারী ক্যাটাগরিতে আমাকে সেরা উদ্যোক্তা নির্বাচিত ও পুরস্কার প্রদান করায় জেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার এ পুরস্কার পাওয়ার পেছনে আমাদের ইউনিয়ন পরিষদের পুরুষ উদ্যোক্তা মো শাহরিয়া আলম নাহিদ ভাইয়ের অনেক অবদান রয়েছে। আন্তরিকতার সাথে কাজ করে দুজনে মিলে ইউনিয়ন ডিডিজাল সেন্টারকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের সবার সহযোগিতা আরও প্রয়োজন।