উন্নয়নের ধারা অব্যহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাধুরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু’ই ভরসা এলাকাবাসীর। বাবুর নৌকায় চড়ে সাধুরপাড়া ইউনিয়নের উন্নয়নের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের মানুষ। বাবুও নৌকার পালে হাওয়া লাগাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। গনসংযোগ,আলোচনা সভা,পথসভা করছেন নিয়মিত। ভোটের মাঠও বাবুর দখলে। সাধারণ ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছেন তিনি।
রোববার বিকালে কামালের বার্ত্তি বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল,বীর মুক্তিযোদ্ধা আফছার আলী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না। উন্নয়নের প্রতীক নৌকার জয় হবেই হবে। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হাসেম মোল্লা। সভায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়,মাহমুদুল আলম বাবু উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তিনি। ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে প্রথম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাদক,জুয়া ও বাল্যবিয়ে মুক্ত সাধুরপাড়া গঠনে কাজ করেন তিনি। সেই সাথে সু-শাসন প্রতিষ্ঠায় ব্যাপক অগ্রনী ভুমিকা পালন করেন। সরকারি বরাদ্ধ শতভাগ স্বচ্ছতার সহিত সুষম বন্টন করেন। এ ছাড়া গত ৫ বছরে সাধুরপাড়া ইউনিয়নে রাস্তা,ঘাট,স্কুল মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেন মাহমুদুল আলম বাবু। আসন্ন ইউপি নির্বাচনেও নৌকা প্রতীক পেয়েছেন তিনি। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দিনরাত মাঠে কাজ করছেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। দলীয় নেতাকর্মী ও বিশাল কর্মী বাহিনীকে সাথে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। সাধারণ ভোটাররা স্বতস্ফুর্ত সমর্থন দিচ্ছেন বাবুকে।
ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন,আমি সাধুরপাড়া ইউনিয়নবাসীর কাছে চিরঋণী। তাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। সাধুরপাড়া ইউনিয়নের সম্মানিত জনগন আমাকে বিপুল পরিমান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি তাদের দেয়া দায়িত্ব সততার সহিত পালন করেছি। গত ৫ বছর সেবক হিসেবে জনগনের সেবা করেছি। সুখে দুখে সব সময় জনগনের পাশে থেকেছি। সাধুরপাড়া ইউনিয়নে সরকারি যত বরাদ্ধ পেয়েছি তা শতভাগ স্বচ্ছতার সহিত বন্টন করেছি। অন্যায়ের সাথে কখনো আপস করিনাই। মাদক, জুয়া,বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর ছিলাম। আসন্ন ইউপি নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আমার সাথে আছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউনিয়নবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন বলে বিশ্বাস করি। এই ইউনিয়নের জনগনের পবিত্র ভোটে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে অসমাপ্ত কাজ সম্পন্ন করে এই ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। শাসক নয় জীবনের শেষ দিন পর্যন্ত ইউনিয়নবাসীর সেবক হিসেবে থাকতে চাই।