কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব জগৎচর গ্রামের মোঃ খুর্শেদ আলমের কলেজ পড়-য়া ছেলে মোঃ আলম মিয়া (২১) খুনের ঘটনায় রোববার সকালে নিহতের বোন জামাই সুজন মিয়া বাদী হয়ে রকি মিয়া, শাওন মিয়া সহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, গত বৃহস্পতিবার নিহত আলম মিয়া ও তার পরিবারের সদস্যরা ওয়াজ-মাহফিল থেকে ফেরার পথে সিদ্দুর মোড়ে স্কুল পড়-য়া ছোট বোন চুমকি কে বখাটে রকি, শাওন সহ ৩-৪ জন উও্যক্ত করার সময় প্রতিবাদ করতে গিয়ে বখাটেরা (আলমকে) সমস্ত শরীরে ছুরিকাঘাত করলে ৩-৪ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। কুলিয়ারচর থানার ইনচার্জ মোঃ মোস্তুফা কামাল এই প্রতিবেদককে বলেন, বখাটেদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন।