প্রায় ৮ বছর পর আজ ১৩ ডিসেম্বর জামালপুরের মেলান্দহের আলোচিত একটি মামলার রায় হতে যাচ্ছে।
মামলার বিবরণে প্রকাশ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালে মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের বগা নাংলা গ্রামের আবদুল মাজেদ গংরা শফিকুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুরসহ লোকজনদের মারপিট শেষে মালামাল লুট করে। এক মহিলার গর্ভপাত ঘটায়। এতে মহিলাসহ আহত বেশ ক’জনকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ৩ এপ্রিল/১৩ শফিকুল ইসলাম বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা (নং-২) দায়ের করেন। মামলায় ৭জনকে বিবাদি করা হয়। বিচারধিন মামলার সিজেএম নম্বর-১১/২০১৩। মামলার তদন্তের ২জনকে বাদ দিয়ে মোট ৫জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন তৎকালীন উপপুলিশ ইন্সপেক্টর খায়রইল ইসলাম। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান-মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষ হয়েছে। ১৩ ডিসেম্বর মামলার রায় ঘোষণা হবার কথা। বাদি শফিকুল ইসলাম জানান-মহামান্য আদালতের কাছে সুবিচারের আশায় আছি।