ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পিরোজপুরে আলোচনা সভা ও র্যালী করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ রেবাবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের শহীদ আবদুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। এ সময় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জেলা নির্বাচন অফিস, আইনজীবী সমিতি প্রাঙ্গন প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।