পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার ভাই মামলার প্রধান আসামি জামাল মোল্লা ও সমর্থক পারভেজ ও শিমুল মুন্সীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। ১২ ডিসেম্বর নৌকা প্রতিকের সমর্থক রজপাড়া গ্রামের শামিম ফকির বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, কামাল মোল্লা, শাহজাদা মোল্লা, দুলাল মোল্লা, সোহাগ মোল্লা, পান্নু মোল্লা, আলম ভূইয়া, নাদিম মোল্লা, মতলেব মৃধা, বাদল মৃধা,আজাদ শরীফ, মিজান খান, সুমন, জামিন, বাপ্পা, মধু, সোহেল মোল্লা ও মধু।
মামলায় উল্লেখ করা হয়, শনিবার দুপুরে কলাপাড়ার পূর্ব টিয়াখালী গ্রামে নৌকার নির্বাচনী প্রচারণা চালানোর সময় জামাল মোল্লার নেতৃত্বে নৌকার কর্মী সমর্থকদের উপর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়। ভাংচুর করা হয় চারটি মোটরসাইকেল।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা অভিযোগ করেন, তার সমর্থকদের উপর হামলা করে উল্টো তার ভাই ও কর্মীদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করেছে। নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এভাবে মামলা দিয়ে হয়রানী করছে বলে জানান।
কলাপাড়া থানার এস আই আলমগীর হোসেন বলেন, টিয়াখালীতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।