রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। শনিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রংপুর জেলা সভাপতির অব্যাহতির আদেশ প্রত্যাহারের অনুমোদন করেন।
শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সাংগঠনিক দায়িত্ব পালনে তার উপর আর কোন বিধি নিষেধ থাকবে না। তাকে সাংগঠনিক সকল কাজে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
এদিকে রংপুর জেলা ছাত্রদলের সভাপতির পদ ফিরে পাওয়ার কেন্দ্রীয় ঘোষণার পর জেলা-উপজেলা ও ইউনিয়নসহ ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অভিনন্দন জানাচ্ছেন। এছাড়াও বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা শুভেচ্ছা বার্তায়, হিজবুলের নেতৃত্বে রংপুর জেলা ছাত্রদল আবারও ঘুরে দাড়াবে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদল রংপুর জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান হিজবুলকে অব্যাহতি দেয়। সেই থেকে গত আট মাসের বেশী সময় ধরে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছিল রংপুর জেলা ছাত্রদল।