পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় মো. আইউব শেখ (৪৫) নামে এক প্রতিবন্ধী (বোবা) যুবকের মৃত্যু হয়েছে। নিহত আইউব শেখ উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মৃত্যু সায়েব আলী শেখের ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) উপজেলার ভাইজোড়ার বাঘাজোড়া বাজার সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতের ভাইয়ের ছেলে বশির হোসেন জানান, তার চাচা আইউব শেখ ভাইজোড়া বাজারের বিভিন্ন চায়ের দোকানে পানি দিতেন। প্রতিদিনের ন্যায় ওই দিন সকাল ১১টার দিকে বাঘাজোড়ার গ্রামের বাড়ি থেকে ভাইজোড়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের ঢাকা গামী পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। ওই ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মো. সেলিম হোসেন ওই প্রতিবন্ধী যুবককে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অশেষ প্রতীম রায় তাকে মৃত ঘোষনা করেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম বাস চাপায় ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে (টুঙ্গিপাড়া এক্সপ্রেস) শনাক্ত করা হয়েছে। বাস ও এর ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে।