পঞ্চগড়ের বোদায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণবিধি সর্ম্পকে এক মতবিনিময় সভা শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী ও জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।