“আপনার অধিকার, আপনার দায়িত্ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন সময়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা সেটেলমেন্ট অফিসার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমটির সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ।