আগামী ৫ জানয়ারী ৫ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দনাইশের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ পর্যন্ত ৩০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরা হলেন বরকল ইউনিয়ন:- আওয়ামী লীগ প্রার্থী ফেরদৌস আলম খান, বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান,নাছির উদ্দিন,আবদুর রহিম,রশিদ আহমদ হিরু,আবদুল আলিম,আরফাত রহমান, জোয়ারা ইউনিয়ন:- আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন,ধোপাছড়ি ইউনিয়ন:- আওয়ামী লীগ প্রার্থী আবদুল আলীম,বিদ্রোহী প্রার্থী মোরশেদুল আলম(বর্তমান),আবু ইউছুপ, কাঞ্চনাবাদ ইউনিয়ন:- আওয়ামী লীগ প্রার্থী, আবু ছালেহ,সাবেক চেয়ারম্যান আবদুল শুক্কুর, মফিজুর রহমান, হাশিমপুর ইউনিয়ন:-
আওয়ামী প্রার্থী খোরশেদ বিন ইছহাক, চৌধুরী আমীর আহমদ সাইফুদ্দীন, মাজাম্মেল হক, চৌধুরী আমীর মো: ফোরকান,বদিউল আলম,আলমঙ্গীরুল ইসলাম(বর্তমান), খোরশেদ আলম,জসিম উদ্দিন, বৈলতলী ইউনিয়ন:- আওয়ামী লীগ প্রার্থী এসএম সায়েম, বিদ্রাহী প্রার্থী আনোয়ার মোস্তফা দুলাল, মঈনুদ্দিন,মাহাবুল আলম, বরমা ইউনিয়ন:- আওয়ামী লীগ প্রার্থী বর্তমান নুরুল ইসলাম,জাবেদ মো: গউস মিল্টন, খোরশেদুল আলম টিটু, জয়নাল আবেদীন প্রমুখ।