চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমারোহে বুধবার নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্মেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচ জন জয়িতাকে সংর্বধনার প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক হামিদা বেগম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল রেজভী। অনুষ্ঠানে উপজেলার আওতাধীন বিভিন্ন ক্যাটগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত জয়িতারা শাহেদা আকতার, শর্মিলা চৌধুরী, সুমিতা বড়ুয়া, মনোয়ারা বেগম, রওশনারা বেগম। মোহাম্মদ হোসেন এর সঞ্চালন অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগম।