হাটহাজারীর নাজিরহাট হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন এ উপলক্ষে শহীদের গন কবরে পুস্প শ্রদ্ধা নিবেদন,খতমে কোরান ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেন। গনকবর সংলগ্ন এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনান (ভূমি) আবু রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমন্ডার নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাষ্টার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল আবসার, নাজিরহাট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম। এই সময় বীরমুক্তিযোদ্ধা ও মুক্তি যোদ্ধার সন্তানগন উপস্থিত ছিলেন।