রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং আরডিআরএস এর সহযোগিতায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। জয়িতাদের সংবর্ধনা দেওয়া উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজসহ আরো অনেকে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের দুইটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলার দুইজন শ্রেষ্ঠ জয়িতা হিসেবে- সমাজ উন্নয়নে অবদান রাখায় আলেমা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মাহাবুবা আক্তারকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।