‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্বে গড়ি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২১ উদযাপন উপলক্ষে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গফরগাঁওয়ে ‘ জয়িতা অন্বেষণে বাংলাদেশ ’ শীর্ষক কার্যক্রম বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঞাঁ, তথ্য সেবা কর্মকর্তা নাজমা খাতুন, নারী উদ্যোক্তা জয়িতা শেখ নাজমা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সংবর্ধনা প্রাপ্ত নারী হেলেনা বেগম প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, চাঁদর ও সনদপত্র প্রদান করা হয়।