পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে এবং ৩ জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়েছে। এ দিবস উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ ওহাব হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম প্রমূখ। পরে ৩ জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। জয়িতারা হচ্ছেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নার ইফফাতার আরা,সমাজ উন্নয়নে ফাতিমা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ছাবেকুন্নাহার হ্যাপী।