পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ রশিদ হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মো. মেহেদি হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, এনজিও সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. সেলীম মাতুব্বর প্রমূখ।