লুটপাট এক ধরণের শিল্পে পরিণত হয়েছে এই দেশে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের প্রকল্পের টাকা নির্বাচিত জনপ্রতিনিধি বা তাঁদের পছন্দের মানুষজনের পকেটে চলে যায়, এমন অভিযোগ অনেক পুরনো। দীর্ঘদিন থেকেই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের টাকা চলে যাচ্ছে সুবিধাভোগী একটি গোষ্ঠীর হাতে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থে এসব প্রকল্প প্রণয়ন করে টাকা ভাগ-বাটোয়ারা করে নেন। যেমনটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের দারিদ্র্যপীড়িতদের জন্য সরকারিভাবে যে নলকূপ বসানো হয়েছে, এর জন্য বরাদ্দ ধরা হয়েছে নলকূপপ্রতি ৩০ হাজার টাকা। নিয়মমতো কাজগুলো করা হয়নি। কোথাও কোথাও নলকূপ না বসিয়েই পুরো কাজের বিল তুলে নেওয়া হয়েছে। এভাবে অসহায় গ্রামবাসীর কল্যাণে সরকারের নেওয়া প্রকল্পের বেশির ভাগ টাকাই লুটে নেওয়া হয়েছে।
জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ থেকে ইউপি চেয়ারম্যানদের জন্য টেন্ডার ছাড়াই প্রজেক্ট কমিটির মাধ্যমে দুই লাখ টাকার প্রকল্প নেওয়ার সুযোগ দেয়। চেয়ারম্যানরা ইচ্ছানুযায়ী একটি করে প্রকল্প নিতে পারেন। এ প্রকল্পে চেয়ারম্যানরা কখনো নিজে, কখনো বা তাঁর পছন্দের ইউপি সদস্যকে প্রকল্প সভাপতি বানাতে পারেন। সদ্যঃসমাপ্ত অর্থবছরে এই খাতে কমলগঞ্জ উপজেলায় মোট ৯ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন দেখানো হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, সবাই এভাবে প্রতিটি নলকূপের বরাদ্দ থেকে ১৬-১৭ হাজার টাকা পকেটে পুরেছেন। গড় হিসাবে দেখা যায়, ৩০টি নলকূপে বরাদ্দের চেয়ে অন্তত তিন হাজার ৬০০ ফুট পাইপ কম বসানো হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। আবার ৩০টি নলকূপের একটিতেও সাইনবোর্ড না লাগিয়ে দেড় লাখ টাকার পুরোটাই মেরে দেওয়া হয়েছে। তলা পাকা করার জন্য বরাদ্দ প্রায় পৌনে দুই লাখ টাকার বেশির ভাগই লোপাট করা হয়েছে।
জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করতে ও দলের লোকদের কর্মসংস্থান করতে গিয়ে এভাবে ভুয়া প্রকল্প দেখিয়ে উন্নয়ন বরাদ্দের টাকা লুটপাটে অংশ নিয়ে থাকেন বলে অভিযোগ আছে। বাস্তবে কোনো উন্নয়নকাজ হয় না। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দলের স্থানীয় নেতা-কর্মীসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের তল্পিবাহকদের যুক্ত করা হয়। এভাবেই দলীয় নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের পকেট ভারী হয়। উন্নয়নের ছিটেফোঁটাও কোথাও লাগে না।
এ ধরনের লুটপাটের প্রকল্প বন্ধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের নামে যে দুর্নীতি স্থানীয় পর্যায়ে হচ্ছে, তা বন্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই প্রত্যাশা।