পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার দেওয়া এবং ভূমি সমস্যার সমাধান করে পারস্পরিক সহ অবস্থানের উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি করেছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে। কিন্তু দু:খজনক হলেও সত্য ২৪ বছরেও সেই চুক্তি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে। পাহাড়ে শাসন ব্যবস্থা, ভূমি ব্যবস্থা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী ভাবে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হলেও তা বাস্তবায়নে সরকারের একটি পক্ষ আগ্রহী নয় বলে অভিযোগ শোনা যাচ্ছে। পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বক্তারা এমন অভিযোগ করেন। গত ৭ ডিসেম্বর এ আলোচনার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম কমিশন ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ- ডেভেলপমেন্ট (এএলআরডি)।
সময়ের ব্যবধানে পাহাড় কিছু মানুষের কাছে লাভজনক হয়ে উঠেছে। সেখানে পর্যটনের জন্য নানা রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে, বিনোদন কেন্দ্র। অথচ বাস্তবতা হচ্ছে সারা দেশের পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যায়, পাহাড়ে দারিদ্র অনেক বেশি। এখন পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি তাতে সেখানে শান্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং সময়ের ব্যবধানে সেখানে জনসংখ্যার সমীকরণ বদলে গেছে। দলীয়করণ ও পক্ষপাত দুষ্ট প্রশাসন সেখানে বিরাজ করছে। এর ফলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভূমি ব্যবস্থাপনার জন্য যে ভূমি কমিশন গঠন করা হয়েছিল তা নিজেই চুক্তি বাস্তবায়নে অন্তরায় হয়ে উঠেছে। কারণ এ কমিশনের না আছে লোক বল, না আছে অর্থের সংস্থান। এমনকি ২০১৬ সালে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আইন সংশোধন করা হলেও ৬ বছরেও তার বিধিমালার অনুমোদন করা হয় নি।
সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামেও চলছে নানা উন্নয়ন প্রকল্প। উন্নয়নের নামে এবং পর্যটনের নামে পাহাড়ে ভূমি বিষয়ক নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে সেখানে শান্তির সুবাতাস সুদূর পরাহত। সংঘাত বন্ধ করে শান্তির সন্ধানে করা এ চুক্তি কোনো ব্যক্তির মধ্যে নয় বরং রাষ্ট্রের সাথে করেছিল। তাই সরকারের দায়িত্ব পাহাড়ের হানাহানি রক্তক্ষরণ বন্ধ করতে আন্তরিক ভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন। চুক্তি সম্পাদনের সময়ও আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন দু’দশক পরও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাহলে সরকার চুক্তি বাস্তবায়নে উদ্যোগী হচ্ছে না কেন? পাহাড়ি জনগণের অধিকার রক্ষা করাও সরকারের দায়িত্ব। অথচ পাহাড়িরা অভিযোগ তুলেছেন, সরকার চুক্তি বাস্তবায়িত না করে উল্টো দমন পীড়নের পথ বেছে নিয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সমস্যা একটা বড় সমস্যা হিসেবে চিহ্নিত ছিল। সে সমস্যা সমাধানে পার্বত্য শান্তিচুক্তি করা হয়। তাই চুক্তি বাস্তবায়নে গড়িমসি করার কোনো সুযোগ নেই। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগী হতে হবে। আর তা যত দ্রুত সম্ভব, ততোই মঙ্গল।