কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ৮ ডিসেম্বর দৌলতপুর পাকহানাদার মুক্ত দিবস ও শহীদ রফিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামানে প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, দোয়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহামেম্দ মামুন বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, এসিল্যান্ড শাহীন আফরোজ খশরু, ওসি জাবিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, ডাঃ আবদুস সোবহান, মোঃ সেকেন্দার আলী, কাওছার আলী, জানমোহাম্মদ। এছাড়াও দিবসের শুরুতে তারাগুনিয়া অবস্থিত শহীদ রফিক নগর স্কুল প্রাঙ্গনে স্মরনে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৭১ সালের ৮ ডিসেম্বর এই দিনে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ১৬টি সম্মুখ যুদ্ধ সংগঠিত হয় এতে শহীদ রফিক সহ ৩৫ জন মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েক শত নারী পুরুষ নিহত হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দিনটিতে পাকহানাদার শত্রু মুক্ত ও দৌলতপুর মুক্ত করা হয়।