গলাচিপায় বুধবার দিনব্যাপি এ্যাকসিলারেটিং এ্যাকশান টু এ- চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্টের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট প্রাকটিশনার অ্যান্ড ফ্রিল্যান্স কনসালট্যান্ট মু. রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা সুলতানা স্বর্ণা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, চাইল্ড ম্যারেজ কো-অর্ডিনেটর নিতিশ মন্ডল, টেকনিক্যাল অফিসার রেকসোনা আক্তার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি মলয় দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।
প্রধান অতিথি মু. শাহীন শাহ বলেন, বাল্যবিবাহ বন্ধ করা একটি সমন্বিত বহুমাত্রিক প্রচেষ্টা। বাল্যবিবাহ সমাজের আর্থ-সামাজিক অবস্থা, দরিদ্রতা, আইনের প্রয়োগ, যথাযথ সেবাপ্রাপ্তির সুযোগ এবং সামাজিক সচেতনতার সাথে সম্পর্কিত। দেশে বাল্যবিবাহ নির্মূলে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের কার্যক্রম রয়েছে। এসকল কার্য়ক্রমের সাথে জাতীয় কর্মপরিকল্পনার সমন্বয় আবশ্যক। বাস্তবায়নে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউবিএফডি)। সহযোগিতায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।