বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ চট্টগ্রাম জেলার সম্মেলন রাউজানের গহিরা ডিগ্রি কলেজের হল রুমে গতকাল ৮ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার আহ্বায়ক বিজয় বিশ^াস। সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক বিভাগের প্রধান সমন্বয়কারী তারেকুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আদনান হাবিব (হাবিবুর রহমান)। উদ্বোধনী বক্তব্য রাখেন রাউজান উপজেলার সভাপতি এম বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন গহিরা এজেওয়াই উচ্চবিদ্যালয়ের শিক্ষক বাবু রাজু ভট্টাচার্য, বিকাশ দে, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব সাহেদ সরোয়ার, আল আমিন, নেজাম উদ্দিন, প্রদেশ চৌধুরী, রনজন সরকার, রাঙ্গুনীয়ার দেলোয়ার হোসেন, প্রদীপ চৌধুরী, নেজাম উদ্দিন। সম্মেলনে সভাপতি নির্বাচিত বিজয় বিশ^াস ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি জিয়া উদ্দিন, সহ সভাপতি এম. বেলাল উদ্দিন, মো. মোতালেব, আবদুর রহিম, আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, হারুনুর রশীদ, নুর মোহাম্মদ, নজরুল ইসরাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মনসুর নিজামী, প্রদীপক দাশ, জিয়াউর রহমান, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক রনজন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.রুবেলসহ ৭১ জন সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।