চুয়েটের উপাচার্যপ্রফেসর ড.রফিকুল আলম বলেন, চুয়েট এখন বিশ^মানে উন্নিত। এতে শিক্ষক, কর্মচারী ও সকলের আন্তরিকতাপূর্ণ পরিবেশের মাধ্যমে চুয়েটকে আরো এগিয়ে নিতে হবে। গতকাল ৮ ডিসেম্বও ২০২১ইং বুধবার চট্টগ্রাম প্রকৌরশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (চুয়েট) ষ্টাফ এসোসিয়শনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চুয়েট স্টাফ এসোসিয়নের সহ সভাপতি মো.শাহ আলমের সভাপতিত্বে সবর্ধিত অতিথি ছিলেন আন্ত:বিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সংগঠনের নির্বাচিত সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের সভাপতি মো.জামাল উদ্দীন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চুয়েট স্টাফ এসোসিয়শনের সাধারণ সম্পাদক বিশ^জিত ভট্টচার্য্য। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্টার অধ্যাপক ড.ফারুক উজ জামান, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.সজল চন্দ্র বনিক, চুয়েট অফিসার্স এসোসিয়নের সভাপতি প্রকৌশলী সৈয়দ মো.জিল্লুর রহমান। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাহাদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী, কর্মকর্তা মো.আবদুল আজিজ, আশুতোষ চক্রবর্তী, কুলসুমা বেগম, আবদুল হান্নান খান, মো.ইসমাইল, মো. রাশেদুল ইসলাম, বেলায়েত হোসেন, সফিকুল ইসলাম পলাশ। এর আগে সংগঠনের সাধারণ সভায় সভা সাধারণ সম্পাদক বিশ^জিত ভট্টচার্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের বার বার নির্বাচিত সভাপতি মো.জামাল উদ্দিন। এতে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, আয়-ব্যয় অডিট রিপোর্টসহ নানা কর্মকা- তুলে ধরা হয়।