রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় রবিউল ইসলাম নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর পাওয়ার প্লান্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বলদিপুকুর পাওয়ার প্লান্ট সংলগ্ন মহাসড়কের পাশে অটো নিয়ে অপেক্ষা করছিলেন রবিউল ইসলাম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রোমান পরিবহনের একটি নাইট কোচ অটোটিকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে রবিউল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় মডাণর্ মোড় থেকে বাসটি আটক করে বড়দরগাহ হাইওয়ে পুলিশ। এ সময় চালক পালিয়ে গেলেও হেলপার সাহারুলকে আটক করা হয়।
বড়দরগাহ হাইওয়ে থানার ওসি ইয়ামিনু দৌলা জানান, বাসটিকে জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।