ক্ষমতাসীন আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন অব্যাহত রেখেছে। বিগত চার ধাপের মতো পঞ্চম ধাপের নির্বাচনেও হত্যা, ধর্ষণ, অর্থ ও চাল আত্মসাৎসহ চাঁদাবাজি মামলার অনেক আসামীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। শুধু তাই না বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ আছে তাদেরও মনোনীত করা হয়েছে নির্বাচনের জন্য। বাদ যাননি একসময় বিএনপি করতেন এমন ব্যক্তিও। ঢাকার সাভারে আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছিল আওয়ামীলীগ। যদিও তিনি ২০১১ সালে আমিন বাজারের বড়দেশী গ্রামে ডাকাত আখ্যা দিয়ে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদ- প্রাপ্ত আসামী। অবশ্য এ মনোনয়ন ঘণ্টা খানেকের মধ্যেই পরিবর্তন করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮ জেলার বিতর্কিত ১৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। শুধু মাত্র ঢাকার সাভারেই আছেন ৫ জন। এর আগে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে ধর্ষণ, হত্যা, অর্থ ও চাল আত্মসাতের অভিযোগ রয়েছে এমন ১৯ জনকে ক্ষমতাসীন দল মনোনয়ন দিয়েছিল। এনিয়ে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৪ জন বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এজন্য দলীয় কোনো মন্তব্য পাওয়া না গেলেও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সব কিছু যাচাই বাছাই করেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে যদি কোথাও কোনো বিতর্কিত ব্যক্তির ব্যাপারে অভিযোগ ওঠে, তবে সে মনোনয়ন পরিবর্তন করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্যের কথা বেশি কিছু দিন থেকে বাংলাদেশের রাজনীতিতে শোনা যাচ্ছে। শুধু স্থানীয় সরকার নির্বাচন নয় জাতীয় নির্বাচনেও মনোনয়ন বাণিজ্যের কথা আলোচিত হয়। টাকার জোরে কোনো দলীয় রাজনীতি না করেও মনোনয়ন পাবার ঘটনা ঘটেছে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রবাসী ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। দলীয় শৃঙ্খলার নিয়ম-কানুন মানার এক উজ্জ্বল সময় নির্বাচন কালীন দলীয় মনোনয়ন মেনে প্রার্থীর পক্ষে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া। কিন্তু এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধিকাংশ স্থানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে অনেকে বিজয়ী হয়েছেন। শুধু তাই নয়, দলীয় মনোনীত প্রার্থী ভোট যুদ্ধে দ্বিতীয় বা তৃতীয় স্থানেও থাকতে পারেন নি। যদিও দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গেলে দল থেকে বাহিস্কার এবং দলের কোনো পদ-পদবি থাকবে না বলে হুশিয়ার করা হয়েছিল। অবশ্য কিছুকিছু স্থানে বিদ্রোহী প্রার্থীদের কাউকে কাউকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হবে। আর ক্ষমতাসীন দলের এ ক্ষেত্রে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। জন বান্ধব, সমাজসেবী, প্রতিভাবান দক্ষ সংগঠকদের রাজনীতির মাঠে সুযোগ করে দিতে হবে। বাদ দিতে হবে বিতর্কিতদের। বিতর্কিতরা দলের বোঝা। তারা দলের সুনাম ক্ষুণ্ণ করে। আশাকরি সংশ্লিষ্টরা এদিকে নজর দেবেন।