নীফামারীর সৈয়দপুরে ৭ দিন থেকে নিখোঁজ রুমাইয়া সুলতানা নামে এক শিক্ষার্থী। তাকে কোথাও খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন। ওই শিক্ষার্থীর সন্ধান পেতে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরিবারের লোকজন জানান ২ ডিসেম্বর থেকে রুমাইয়াকে খুঁজে পাচ্ছে না তারা। রুমাইয়ার বাবা মো. ফারুক হোসেন এখন মেয়ের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ৩ ডিসেম্বর সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, দেশের সকল থানায় অবহিত করা হয়েছে। হয়তো দ্রুত সময়ে তার সন্ধান পাওয়া যাবে।