চট্টগ্রামের হাটহাজারীতে উদ্ধার কৃত অজ্ঞাত পরিচয় লাশের পরিচয় পেয়ে গাউসিয়া কমিটি লাশ তার গ্রামের বাড়ির ঠিকানায় প্রেরন করেছে। গত সোমবার রাতে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাপ্তাই মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে স্হানীয় লোকজন মহাসড়কের পাশে পড়ে থাকা এক মহিলার লাশ দেখতে পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়িঁ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পূর্ব শাখার আওতধীন ১৫ নং বুড়িশ্চর শাখার স্বেচ্ছাসেবক টিমকে অবহিত করেন। খবর পেয়ে টিমের প্রধান মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পূরুষ ও মহিলা টিম অজ্ঞাত লাশ হিসাবে গোসাল কাপনের ব্যবস্হা করেন। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়া গেলে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাকলিয়া টিম এ্যাম্বুলেন্স সহায়তায় উদ্ধারকৃত লাশ সংগীতা বড়ুয়া (৬০) স্বামী মৃত কমলিন্দু বড়ুয়া পাহাড়তলী চৌমুহনী উপজেলা রাউজানে পৌঁছিয়ে দেন। পরে লাশটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গ্রামের বাড়ীতে সৎকার করা হয়। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সহরোয়ার্দ্দী ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।