পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় (৬ ডিসেম্বর) আটোয়ারী প্রেসক্লাব ভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক মনোজ রায় হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন এবং প্রধান আলোচক হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিপেন চন্দ্র রায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে কাউন্সিলে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য নারায়ন চন্দ্র ঝাঁ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ কুমার বর্মণ, সদস্য উত্তম কুমার সেন, রতন বিলাস বর্মন ও সাংবাদিক নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং তার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের উপস্থিতিতে পুনরায় সর্ব সম্মতিক্রমে সাংবাদিক মনোজ রায় হিরুকে সভাপতি এবং ব্যবসায়ী গনেশ চন্দ্র ঘোষ ভানু কে সাধারণ সম্পাদক নির্বাচন করে অনুমোদন দেন জেলা কমিটি। সেইসাথে আগামী তিন কার্য্য দিবসের মধ্যে পুনঃ নির্বাচিত সভাপতি ও সম্পাদককে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জেলা পূজা উদযাপন পরিষদ বরাবর প্রেরন করতে নির্দেশনা প্রদান করেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অতীতের ন্যায় আগামীতেও এলাকার সনাতনী সম্প্রদায় সহ সর্বস্তরের মানুষের সুখে-দুখে তারা পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। পাশপাশি সর্বক্ষেত্রে উপজেলাবাসী সহ সবার আন্তরিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।