ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে ঝাড়িয়াগামী বলাকা ট্রেনের নীচে কাটা পড়ে ইব্রাহিম (২৩) নামে এক ট্রেন যাত্রী আহত হয়েছেন। সে ষোলহাসিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
গফরগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৬ ডিসেম্বর ) সকালে গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঝাড়িয়াগামী বলাকা কমিউটার ট্রেন ষোলহাসিয়া রেলক্রসিং অতিক্রম করার সময় ইব্রাহিম ট্রেন থেকে পড়ে যায়। এ সময় তিনি বলাকা ট্রেনের নীচে কাটা পড়ে আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ষোলহাসিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।