রংপুর মহানগরীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৫ হাজার ৭শ’ মিটার রাস্তার কার্পেটিং কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। ডিপিবি’র অর্থায়নে ৫ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে কাজটি করছেন।
সোমবার দুপুরে নগরীর ৭নং ওয়ার্ডস্থ গুলালবুদাই এলাকায় ওই রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউসিলর মোঃ মাহফুজার রহমান মাফু, ৮নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মানিক মাষ্টার ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিল সুইটি বেগম, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব, সহকারী প্রকৌশলী সুকুমার প্রমূখ।