বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সর্ম্পকে রাজনৈতিক শিষ্টাচার এবং বিবেক বর্জিত অশালীন বক্তব্য প্রদানের প্রতিবাদে রংপুরে জেলা যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে।
রোববার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে সামনে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেনের কুশপুত্তলিকা দাহ ও তাকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করে জেলা যুবদল।
প্রতিবাদ সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু’র সঞ্চলনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিখন,তামজীদুর রহমান গালিব, মমিনুল ইসলাম সজিব, মাহমুদুল হাসান রানা, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক রোমেল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, জেলা যুব দলের সা-সাংগঠনিক সম্পাদক ও পীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ইমন ইসলাম শাওন, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এ্যানজেল রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্ল্যাহ আল মামুন, মৎস্য ও পশু সম্পাদক বিষয়ক সম্পাদক মুরাদ মিথুন,পীরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবদুল আলীম, রংপুর সদর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আবদুস সালাম, মিঠাপুকুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, সদস্য সচিব হুমায়ন কবির রিন্টু, গঙ্গাচড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব আশিকুল ইসলাম সোনাসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জেলার আট উপজেলা ও বিভিন্ন পৌর- ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।