বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, গফরগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবদুর রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (৪ ডিসেম্বর ) সংস্থার কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টায় পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৪১ জন ভোটারের মধ্যে ৩২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আবদুর রশীদ (চেয়ার) প্রতিকে নির্বাচিত হন। তিনি পেয়েছেন ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ¦ মোঃ আবদুল মান্নান (ছাতা) প্রতিকে পেয়েছেন ১৩৬ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিন (কলস) প্রতিকে নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আবু হানিফ (আম) প্রতিকে পেয়েছেন ৯০ ভোট।
অপরদিকে সহ-সভাপতি পদে মোঃ হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক পদে কাইয়ুম গোলন্দাজ ও অর্থ সম্পাদক পদে মীর জাহাঙ্গীর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও প্রশাসনিক দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মজিদ মল্লিক এবং ইব্রাহিম শেখ।