জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলার সকল সাংবাদিকরা।
সাংবাদিকরা প্রথমে জামালপুরে সার্কিট হাউজে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপির কাছে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা/কর্মচারী সেবা প্রদান করা ছাড়া জনগনের সাথে এ ধরনের অশোভন আচরণ করতে পারেন না। সাংবাদিকদের সাথে অশোভন আচরণকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জেলা থেকে প্রত্যাহারের বিষয়টি তিনি স্বরাষ্ট্র্রমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের আশ্বাস দেন। পরে জেলার সাংবাদিকরা জেলা প্রশাসক চত্ত্বরে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে রাখেন। পরে পুলিশ সুপারের অপসারণের দাবী জানিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ যে, গত শুক্রবার রাতে জামালপুরে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। ঐ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ১৯৭১এর ৪ ডিসেম্বর ঐতিহাসিক বকসিগঞ্জের ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী,তথ্য প্রতিমন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবগ আগমণের বিষয়ে নিয়ে অন্যকাজে ব্যস্ত থাকায় অন্যান্য সাংবাদিকসহ টিভির ক্যামেরা পার্সন উপস্থিত থাকলেও তারা দুইজন না যাওয়ার কারণে পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে পাছার চামড়া তুলে নেওয়ার হুমকী দেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন। এ কারণে জামালপুর জেলার সকল সাংবাদিকরা পুলিশ সুপারের অপসারণ চেয়ে আন্দোলেন নামেন। এদিকে সাংবাদিক নেতারা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি স্বররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে বিষয়টি সুরাহা না করতে পারলে সাংবাদিকরা লাগাতার কর্মসূচি ঘোষনা করবেন বলে জানিয়েছেন।