ভোলার লালমোহনে আন্তঃউপজেলা প্রেসক্লাব বঙ্গবন্ধু মিডিয়া কাপ টুর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন লালমোহন-তজুমদ্দীন এলাকার এমপি নুরনবী চৌধুরী শাওন এমপি। শনিবার বিকালে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন, সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের এ খেলায় অংশ গ্রহণের মধ্য দিয়ে যুবকরা খেলা ধুলায় আগ্রহী হবে। সমাজ থেকে মাদক সেবীদের সংখ্যা কমে যাবে। তিনি বলেন, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা লেখার মাধ্যমেই দায়িত্ব পালন করেনা। তারা সমাজের যুব অবক্ষয় রোধে খেলা ধুলার আয়োজন করে সমাজে অবদান রাখছে। অনুষ্ঠানে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ, গিয়াস উদ্দীন আহমেদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম, বোরহানউদ্দীন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, দৌলতখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শম ফারুক, সাবেক সম্পাদক মোঃ গজনবী, এমএ খায়ের, তজুমদ্দীন প্রেসক্লাবের সভাপতি রফিকসাদী, বারহানউদ্দীন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় লালমোহন প্রেসক্লাব বনাম দৌলতখান প্রেসক্লাব অংশ নেয়।
খেলায় দৌলতখান প্রেসক্লাব ০-১ গোলে লালমোহন প্রেসক্লাবকে হারিয়ে জয়লাভ করে।