১রংপুর নগরীর আইডিয়াল মোড় এলাকায় অভিযান চালিয়ে আজিমুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষনন্দবকশী ধুমেরকুটি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন।
ুপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আইডিয়াল মোড়ে গাঁজা পরিবহনের সময় আজিমুল ইসলামকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।