পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নং ঝলইশালশিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউ’পি চেয়ারম্যন ও উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা আর নেই। তিনি শনিবার ভোর রাত ৩.৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার মরহুমের গ্রামের বাড়ী লাঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০ টায় নামাজের যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে রেলপথমন্ত্রী এড. মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হায়দার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ মরহুম সামসুজ্জোহা চলতি ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই শেষে প্রার্থী হিসেবে যোগ্য বলে বিবেচিত হন। প্রতীক বরাদ্দ না হলেও মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচার কাজ অব্যাহত ছিল। দীর্ঘ বর্ণ্যঢ্য রাজনৈতিক কর্মকান্ডের অধিকারী এই মানুষটি ছাত্র জীবন থেকে বামধারার রাজনৈতিক কাজে উজ্জীবিত ছিলেন। ছাত্র জীবনে ছাত্রইউনিয়ন এবং স্বাধীনতার পর কমিউনিষ্ট পাটিতে যোগ দিয়ে ক্ষেত মজুরদের সংগঠন ক্ষেতমজুর সমিতি গঠনে এলাকায় বিশেষ সাফল্য অর্জস করেন। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় নেতা হিসেবে একটানা ২৫ বছর ইউ’পি চেয়ারম্যান হিসেবে সফতার সাথে দায়িত্ব পালন করেন। পরে তিনি আওয়ামী রাজনীতিতে যোগ দিয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রক্কালে গঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই বোদা থানার বিস্তর্ণ এলাকায় গড়ে উঠে মুক্তিযুদ্ধের স্বসস্ত্র প্রশিক্ষন।