চট্টগ্রামের হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের প্যানেল স্পিকার, সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন পৃথিবীর বুকে সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশ। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে এই দেশের সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারীদের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের প্রত্যক মানুষের মধ্যে সম্প্রীতি আছে বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। চাকুরীর ক্ষেত্রে সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়না। মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়। দেশের স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগীতা করেছিল। কিন্তু আজ উন্নয়নের দিক থেকে দেশ ভারত থেকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় একক কোন ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীকে প্রধান্য দেওয়া হয়না। মেধাবী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। তবে দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না তা নয়। এইসব ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় এনে তাদের বিচার করা হচ্ছে। তাই জাতিকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে। তিনি শনিবার ইউ এন ডি পির সহায়তায় হাটহাজারীর মেখল গুমানমদ্দন ও ফরহাদাবাদ ইউনিয়নে বাস্তবায়নাধীন ফরাবৎংরঃু ভড়ৎ ঢ়বধপব প্রকল্পের আওতায় সাম্প্রদায়িক সম্প্রীতি মেলা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে উল্লিখিত অভিমত ব্যক্ত করেন।
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও ঘাসফুল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডঃমনজুর উল আমিন চৌধুরী। সভায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ¦ ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, মেখল, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, গড়দুয়ারা ইউ পি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, ছিপাতলী জামিয়া গাউসিয়া মুঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসা শিক্ষক অধ্যাপক শফিউল আজম আলকাদেরী হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের হাটহাজারী শাখার সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন, দক্ষিন মাদার্শা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপালবংশ মহাথের,হাউজ সার্চ অব বাংলাদেশ চট্টগ্রাম ফাস্টার মানিক গাইল প্রমুখ।
এতে শুভেচ্ছো বক্তব্য্য রাখেন হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ, দূর্নীতি প্রতিরোধ কমিটি হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ প্রেস ক্লাব ও হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সভাপতি কেশব কুমার বড়ুয়া, আল্লামা দুস্ত মুহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পদক মাওলানা সৈয়দ মোহাম্মদ জুননরাইন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পদক সুজন তালুকদার। ঘাসফুল এর ব্যবস্হাপক মোঃ নাসির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ হাবিবুল্লাহ, নারায়ন চন্দ্র দাশ, খুশি বাবু তঞ্চইঙ্গা, ফাষ্টার রির্চাড অপু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের পরিচালক অপারেশন ফরিদুর রহমান চৌধুরী।
কেশব কুমার বড়ুয়া
হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী সাম্প্রতিক সম্প্রীতি মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।