রংপুরের পীরগঞ্জে হাটের ৩ শতক জমি দখল করে ঘর নির্মানে ভুমি অফিসের নিষেধাজ্ঞা মানছে না সাবেক চেয়ারম্যান মোশফাক হোসেন খান ফুয়াদ চৌধুরী। গত কালও কুমেদপুর ইউনিয়নের রসুলপুর হাটে ইউপি চেয়ারম্যান জমিটিতে পাকাঘর নির্মান কাজ চলমান দেখা গেছে। জমিটি দখলে নেয়ায় ইতোমধ্যে ওই চেয়ারম্যানকে আসামি করে আদালতে মামলাও করা হয়েছে। জানা গেছে, উপজেলার রসুলপুর হাটের মধ্যে ৮৬১ দাগে ৩ শতক জমি হাট শ্রেনীভুক্ত আছে। প্রায় ৫০ বছর ধরে স্থানীয় আফজাল হোসেন জমিটিতে আধাপাকা ঘর নির্মান করে ব্যবসা করে আসছেন। গত ১৯ সেপ্টেম্বর পৈত্রিক মালিকানা দাবি করে ইউনিয়নের চেয়ারম্যান মোশফাক হোসেন খান চৌধুরী জমিটির উপরে নির্মিত ৬টি ঘর ভেঙ্গে দিয়ে বিল্ডিং নির্মানের কাজ শুরু করেন। পরে ২৮ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্থ আফজাল হোসেন ওই সাবেক চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা করেন। এদিকে বিষয়টি নিয়ে উপজেলা ভুমি অফিস থেকে হাটের জমিতে নির্মান কাজ বন্ধের জন্য নির্দেশ দিলেও চেয়ারম্যান তা শুনছেন না। জানা গেছে, দেশ স্বাধীনের পর কারো ১০০ বিঘা জমির বেশি জমির মালিকানা থাকলে অতিরিক্ত জমি সরকারের কাছে সারেন্ডার করতে হয়। রাষ্ট্রপতির অধ্যাদেশ মোতাবেক সারেন্ডারভুক্ত জমিগুলো ৯৮/৭২ নং রেজিষ্ট্রারে অন্তর্ভুক্ত হয়ে থাকে। ওই রেজিষ্ট্রারে পীরগঞ্জের রসুলপুর হাটের ৩ শতক জমিও রয়েছে। কিন্তু কুমেদপুর ইউনিয়ন ভুমি অফিস থেকে সারেন্ডারভুক্ত ৯৮/৭২ রেজিষ্ট্রারটির সরিয়ে ফেলা হয়েছে। ফলে সারেন্ডারভুক্ত জমির তথ্য ইউনিয়ন ভুমি অফিসে নেই। গত ১৭ নভেম্বর ইউনিয়ন ভুমি অফিস থেকে সাবেক চেয়ারম্যানকে নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়। তারপরও নির্মান বন্ধ না করায় গত ২৫ নভেম্বর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে অবগত করা হয়েছে। কুমেদপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী তহশিলদার নজরুল ইসলাম বলেন, সরকারের কাছে সারেন্ডার করা জমির রেজিষ্ট্রার ৯৮/৭২ না থাকায় জমিটির তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরও আমি ওই হাটে বিবাদমান জমিতে নির্মান কাজ বন্ধের জন্য বলেছি। চেয়ারম্যান মোশফাক হোসেন খান চৌধুরী কোন কথাই শুনছেন না। ফলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্যারকে একটি প্রতিবেদন দিয়েছি। ক্ষতিগ্রস্থ আফজাল হোসেন বলেন, আমি প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে আধাপাকা ঘর নির্মান করে ব্যবসা করছি। জমিটি হাটের। অথচ ভুমি অফিস খাজনা নিয়ে অবৈধ দখলদারকেই সহযোগিতা করছে। সাবেক চেয়ারম্যান মোশফাক হোসেন খান চৌধুরী বলেন, জমিটি আমাদের পৈত্রিক। তাই দখলে নিয়ে বিল্ডিং নির্মান কাজ করছি।