চন্দনাইশ উপজেলার বদুর পাড়া ও নগর পাড়ার মধ্য দিয়ে বয়ে যাওয়া গুল্যাছড়ি খালের তীর সংলগ্ন জমিতে কলা বাগানের চাষাবাদ করে স্বাবলম্বী হয়েছেন কয়েক জন কৃষক। সরেজমিনে দেখা যায়,স্হানীয় কৃষক আবদুল ছালাম নামের এক ব্যক্তি ৮০ শতক জমিতে কলার বাগান করেছেন। বাগানের কলা গাছে ঝুলছে কলা আর কলা। জানা যায়, আবদুল ছালাম এক প্রবাসী। গত ৫ বছর আগে দেশের মাটিতে ফিরে আসেন। অভাব অনটনের সংসারে অনন্য উপায় না পেয়ে ইউটিউব দেখে নিজে কলা বাগানের চাষাবাদ শুরু করেন। এতে তাদের সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা। কলা বাগান করতে তার খরচ হয়েছে সোয়া লাখ টাকা। বাগানে কলা গাছের চারা রোপনের ৭/৮ মাসে ফলন আসতে শুরু করে আর উৎপাদিত কলা বিক্রি করে বছরে প্রায় ৪ লাখ টাকা আয় হয় বলে জানান। স্বল্প শ্রম ও কম খরচে অধিক লাভবান হওয়ায় প্রতিবেশী নুরুল হক নামের আর জন কৃষক ২৫ শতক জমিতে কলা বাগান করে লাভবান হবেন বলে আশা পোষণ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরাণী সরকার বলেন,কলা ভিটামিন সমৃদ্ধ ফল। ভাল ফলনে অধিক লাভবানে অনেকেই কলার চাষাবাদে আগ্রহী হয়েছেন।