বাংলাদেশ স্কাউটস-এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটসের রংপুর অঞ্চলের অধীনস্থ রংপুর জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে ডেটল-হারপিক। বুধবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ ছিল। এ সময় প্রায় সবরকম পাঠদান অনলাইনে সম্পন্ন হয়েছে। বর্তমানে সংক্রমণের হার তুলনামূলক কমে আসায় সরকার সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান শুরু করেছে। তারই ধারাবাহিকতায়, সর্বত্র সঠিকভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এই উদ্যোগে কাজ করছে ডেটল-হারপিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের রংপুর ও গাইবান্ধা অঞ্চলের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর অঞ্চলের সভাপতি এবং জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন রংপুর জেলা স্কাউটসের কমিশনার ও জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) সিদ্দিকুর রহমান, এলটি রংপুর জেলা স্কাউটসের সম্পাদক আবদুর রহিম, রেকিট বাংলাদেশ-এর প্রতিনিধি জুলফিকারসহ স্কাউট ইউনিটের অন্যান্য স্কাউট ও স্কাউটারবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ স্কাউটস রংপুর অঞ্চলের সভাপতি এবং জেলা প্রশাসক আসিব আহসান বলেন, “আমরা লক্ষ্য করছি যে করোনাকালে বাংলাদেশ স্কাউটস-এর কাজের প্রাসঙ্গিকতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কাউটস-এর আদর্শ বর্তমান সময়ের জন্য যথেষ্ট উপযোগী এবং সামগ্রিক অবস্থায় লক্ষ্যণীয় পরিবর্তন আনতে সক্ষম। তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের কাজে ডেটল-হারপিক-এর অবদান অনস্বীকার্য। তাই তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ স্কাউটসের রংপুর ও গাইবান্ধা অঞ্চলের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন বলেন, “দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ স্কাউটস সদা সচেষ্ট। তবে এই মুহূর্তে সমাজকল্যাণের যে সুযোগ আমরা পেয়েছি তা অন্যান্য সময়ের তুলনায় ভিন্ন। সামাজিক কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগে রেকিট বাংলাদেশ-কে আমরা সবসময়ই পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও রেকিটের সহযোগিতায় অসংখ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আমি আশাবাদী।
রেকিট বাংলাদেশ-এর প্রতিনিধি জুলফিকার বলেন, “দীর্ঘ দেড় বছর বিরতির পর শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরলেও করোনার প্রভাব এখনও সম্পূর্ণরূপে কাটেনি। তাই চলমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। ব্র্যাক ও স্কাউটসের মাধ্যমে দেশের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা হাইজেন পণ্য বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় এবার রংপুর জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।