চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গাজী আলী হাসানকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বুধবার মির্জাপুর ইউপির চারিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গত ২৮ নভেম্বর হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ভোট গ্রহনের সময় মির্জাপুর ইউপির ৮ নং ওয়ার্ডে ভোট গ্রহনকালে আটককৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগের কর্মী মো, শাহাজাহান (৩০)কে বেধরক মারধর করার সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) নিয়ে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। বুধবার নির্বাচনে ওই ওয়ার্ডে মারধর করার অপরাধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মোঃ আলী আহসানকে ১ নং বিবাদীসহ আরো কয়েক একজন জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলা ৩। দায়েরকৃত মামলা পেয়ে পুলিশ গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মির্জাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা।