মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন রংপুরের তারাগঞ্জে ফরিদাবাদ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার বিকাল সাড়ে ৪টায় এই আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, সরকারি সফরের অংশ হিসেবে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে অবস্থিত ফরিদাবাদ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। এ সময় তার সফর সঙ্গী হিসেবে কায়ছারুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক আসিব আহসান, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন,,উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন, সয়ার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট প্রমুখ।
এসময় সচিব তোফাজ্জল হোসেন মিয়া আশ্রয়ণ প্রকল্পের বেশ কয়েকটি ঘর ঘুরে দেখেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ব্যাক্তিদেও শুখ দু:খের কথা শোনেন এবং প্রকল্প কাজে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, তারাগঞ্জে যদি আরো ভূমিহীন বা গৃহহীণ থাকে তাহলে তাদের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য ইউএনওকে নির্দেশ দিচ্ছি। যারা বাকী আছে তাদের প্রত্যেকেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পায় দেওয়ার ব্যবস্থা করা হবে। জীবিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআরডিবি, সমাজ সেবা, সমবায়, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এখানে নানারকম প্রকল্প নেওয়া হচ্ছে। এখানে একটা দীঘি আছে, এই দীঘিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে। উপকারভোগী যারা আছে, তাদের দক্ষতা অনুযায়ী তাদের চাহিদা মতো ঋণ সহায়তা দেওয়া হবে।