রংপুরের পীরগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা প্রমুখ। সভায় বিজয় দিবস পালনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।