বুধবার ১ ডিসেম্বর পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বোদা হানাদার মুক্ত দিবস” পালিত হয়েছে। ১৯৭১ সালে ১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে বোদাকে মুক্ত করেছিল বাংলার দামাল ছেলেরা। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার লক্ষ্যে সকালে বোদা উপজেলা প্রশাসন ও বোদা একুশ স্মৃতি পাঠাগারে উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পরে একে একে বোদা পৌরসভা, বোদা উপজেলা প্রেসক্লাব, বোদা মুক্তিযুদ্ধা কমান্ডসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় বক্তব্য রাখেন া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, অধ্যাপক মণিশংকর দাশ গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শিলন প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী, শিক্ষক, সাংবাদিক, বোদা একুশ স্মৃতি পাঠাগারের সকল সদস্যসহ উপস্থিত ছিলেন। এছাড়াও একুশ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।