গত ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের তারাগঞ্জে সয়ার ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী আল ইবাদত হোসেন পাইলট বেসরকারী ভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সয়ার ইউনিয়নে আল ইবাদত হোসেন পাইলট মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৮৯ ভোট এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুশফিকুর রহমান রনি নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৭৮১ ভোট পেয়ে ৩য় অবস্থানে রয়েছেন।
সয়ার ইউনিয়নের নবনির্বাচিত চেযারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, আলহামদুলিল্লাহ, এলাকার জনগন তাদেও মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। এজন আমি আমার সয়ার ইউনিয়ন বাসীর প্রতি কৃতঞ ও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইউনিয়নের উন্নয়ন সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ মুক্ত ও একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।