গণ-পরিবহনে ছাত্রদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মাঝে একের পর এক শিক্ষার্থী নিহত হবার খবর আসছে। রাজধানী ঢাকার কামরাঙ্গীচরের বাসা থেকে আরামবাগের নটরডেম কলেজ যাবার পথে ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নাঈম হাসান। অন্যদিকে রাজধানীর রামপুরায় গত ২৯ নভেম্বর রাতে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় থাকা মাইনুদ্দিন ইসলাম (দুর্জয়) রামপুরার টিভি রোডের পলাশ বাগ এলাকায় রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে। বাসটি অন্য একটি অনাবিল পরিবহনের সাথে প্রতিযোগিতা করে দ্রুত চালাবার কারণে ছাত্রটি পিষ্ট হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর আগে ঐ দিন দুপুরেই রামপুরা ব্রিজের কাছে ঢাকা ইমপেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অর্ধেক ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসচালকের সহকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ছাত্রদের দাবি।
জ¦ালানী তেলের দাম বাড়ার অজুহাতে বাস মালিকরা সরকারের সাথে আলোচনা করে যাত্রী ভাড়া বৃদ্ধির পর থেকেই ছাত্ররা তাদের হাফ ভাড়ার দাবিতে রাজপথে আন্দোলন করছে। আন্দোলনের মাঝে একপর্যায়ে সরকার বিআরটিসি বাসে ছাত্রদের হাফ ভাড়ার দাবি মেনে নেন। কিন্তু বিআরটিসি বাসের সংখ্যা কম হওয়ায় এ সিদ্ধান্ত রাজপথ থেকে ছাত্রদের ফেরাতে পারে নি। কারণ ঢাকাসহ সারা দেশে বিআরটিসি বাস চলাচল করে প্রায় ১ হাজার ২০০ টি। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর হিসাব অনুযায়ী সারা দেশে বেসরকারি বাস-মিনিবাস আছে মোট ৭৬ হাজার ৫৮৬ টি। অর্থাৎ দেশে চলাচলকারী মোট বাসের মধ্যে বিআরটিসির বাস মাত্র দেড় শতাংশ। ফলে বিআরটিসির বাসের ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত খুব বেশি প্রভাব ফেলছে না। এজন্য বেসরকারি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি নিয়ে আন্দোলনে থাকে শিক্ষার্থীরা।
বাস মালিকরা তাদের ক্ষতির কথা বলে সরকারের কাছে তারা প্রণোদনা দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে তারা শেষ পর্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। গত ২৯ ডিসেম্বর আটটি বাসপন্থী সংঘটনের শাহবাগে ডাকা অবরোধ কর্মসূচি প- করে দিয়েছে পুলিশ। তাদের এ কর্মসূচি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা, জ¦ালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে। ইতঃপূর্বে ছাত্রদের আন্দোলনে সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় ভাবে ছাত্র লীগ বাস ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে।
সর্বশেষে আজ দুপুরে বাস মালিক সমিতি ঢাকা মহানগরে বাস ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে। তবে ছুটির দিন তারা এ সুবিধা ভোগ করতে পারবে না। ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। কিন্তু সড়কে যে প্রাণ হানী ঘটছে সে ব্যাপারে সরকারের কঠোর অবস্থান এখনো প্রশ্নের সম্মুখীন।